News71.com
 Bangladesh
 02 Aug 18, 06:23 AM
 1251           
 0
 02 Aug 18, 06:23 AM

বিভাগীয় মামলায় রংপুরে ৪ পুলিশ সদস্য চাকরিচ্যুত, ৩০জনের সাজা।।

বিভাগীয় মামলায় রংপুরে ৪ পুলিশ সদস্য চাকরিচ্যুত, ৩০জনের সাজা।।

নিউজ ডেস্কঃ মাদক বিক্রি, মাদক সেবনসহ এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই সাথে আরও ৩০পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আজ বুধবার রংপুরে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম রংপুরে পুলিশ সুপার হিসেবে যোগদানের ২ বছর পূর্তি উপলক্ষে রংপুর পুলিশ কমিউনিটি হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আরো বলেন,দেশে এবারই প্রথম আমরা পুলিশ কনস্টেবল নিয়োগে ড্রাগ টেস্ট করে নিয়োগ দিয়েছি। যাদের মধ্যে এর ন্যূনতম চিহ্ন পাওয়া গেছে তাদেরও নিয়োগ দেইনি। আশা করি এ রীতি দ্রুত প্রচলন হবে। গত দুই বছরে ওয়ারেন্টভুক্ত ৫৭ হাজার ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক উদ্ধার করা হয়েছে ৬ কোটি ৬১ লাখ, ৪০ হাজার ৬৮৫ পিস ইয়াবা,নারী নির্যাতন মামলা কমে দাঁড়িয়েছে ৫১৮টি। আর গত দুই বছরে ছিল ১ হাজার ২৭৮টি। পুলিশের বিশেষ অভিযানে ১২ জন কুখ্যাত সন্ত্রাসী নিহত হয়েছে। বিগত ২০ বছরের ৭৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। আট জঙ্গি গ্রেফতার, ৫০মাদক বিক্রেতাকে পুনর্বাসন, সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী শপথবাক্য পাঠসহ রংপুর জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুলিশ জনগণের বন্ধু এই বাক্যটির বাস্তবায়ন, পুলিশের ব্যক্তিগত আচরণ, দায়িত্ববোধ এবং নৈতিকতা নিয়ে ওয়ার্কশপ করার ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্বিক আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন