News71.com
 Bangladesh
 11 Oct 18, 12:57 PM
 1290           
 0
 11 Oct 18, 12:57 PM

রংপুরে ১ কোটি ৮০ লাখ টাকার নকল বিড়ির ব্যান্ডরোল উদ্ধার করল কাষ্টমস  

রংপুরে ১ কোটি ৮০ লাখ টাকার নকল বিড়ির ব্যান্ডরোল উদ্ধার করল কাষ্টমস   

নিউজ ডেস্কঃ রংপুরে কাস্টমস অভিযান চালিয়ে এক কোটি ৮০ লাখ টাকা মূল্যের বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে রংপুর কাস্টমস। বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা গেছে,গত মঙ্গলবার রাত ১২টায় কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের হাজীপাড়া এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসব নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।এসময় কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন বিড়ি ব্যবসায়ী পালিয়ে যায়। রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রংপুর কাস্টমসের কমিশনারের নির্দেশে অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদারের নেতৃত্বে একটি দল হারাগাছ পৌর শহরের হাজীপাড়া এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালান। এসময় সেখান থেকে বিপুল পরিমান বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল ব্যান্ডরোলের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মোহাম্মদ আহসানুল হক গতকাল বুধবার দুপুরে জানান,নকল ব্যান্ডরোল ব্যবহার বন্ধে রংপুর কাস্টমস বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন