bangladesh
 21 May 20, 11:34 AM
 60             0

কর্মহীন মানুষের মাঝে রংপুর চেম্বারের খাদ্যসামগ্রী বিতরণ॥

কর্মহীন মানুষের মাঝে রংপুর চেম্বারের খাদ্যসামগ্রী বিতরণ॥

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ও করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া রংপুরের নিম্ন আয়ের মানুষ অর্থাৎ শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল ও দুঃস্থ তিন হাজার পরিবারের কষ্ট লাঘবের উদ্দেশ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার (২০ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে রংপুরের বিভিন্ন স্পটে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে দুপুরে রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান ও রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নিকট ৭৫০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তরের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপনসহ চেম্বারের পরিচালকবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')