News71.com
 Bangladesh
 09 Jun 20, 10:16 AM
 1000           
 0
 09 Jun 20, 10:16 AM

পঞ্চগড়ে ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত॥

পঞ্চগড়ে ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে নতুন করে ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবা কর্মীসহ ৪ জন পুরুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। তবে এ পর্যন্ত জেলায় করোনায় ২ জনের মৃত্যু হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।সোমবার (০৮ জুন) রাতে নতুন করে ওই ৪ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। এদিকে প্রশাসন ওই ৪ জনের নমুনার রিপোর্ট পজিটিভ পাওয়ার পরপরই তাদের সবার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে রেখেছে।নতুন করে আক্রান্তরা হলেন, পঞ্চগড় সদর উপজেলায় ২ জন। এর মধ্যে স্থানীয় একজন ব্যাংক কর্মকর্তা ও অপরজন সমাজসেবা অধিদপ্তরের কর্মী।


অপরদিকে ঢাকা ফেরত আটোয়ারী উপজেলার ২ জনসহ মোট ৪ জন।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করলে সোমবার (০৮ জুন) রাতে তাদের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে এ পর্যন্ত পঞ্চগড় জেলায় মোট ১৭৮৫ জনের নমুনা সংগ্রহ করার পর ১৩৯৯ জনের রিপোর্ট আসে, তার মধ্যে মোট ৯০ জনের মাঝে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৯০ জনের মধ্যে তেঁতুলিয়া উপজেলায় রয়েছে ১১ জন, পঞ্চগড় সদর উপজেলায় ২৭ জন, আটোয়ারী উপজেলায় ৯ জন, বোদা উপজেলায় ৭ জন এবং দেবীগঞ্জ উপজেলায় ৩৬ জন। আর সুস্থ হয়েছেন তেঁতুলিয়া উপজেলার ০৪ জন, সদরে ৬ জন, বোদায় ২ জন ও দেবীগঞ্জে ৩ জনসহ মোট ১৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন