News71.com
 Bangladesh
 13 Jun 20, 11:26 AM
 996           
 0
 13 Jun 20, 11:26 AM

নীলফামারীতে যৌতুকের জন্য বাবাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে হত্যা করেন পাষন্ড স্বামী॥

নীলফামারীতে যৌতুকের জন্য বাবাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে হত্যা করেন পাষন্ড স্বামী॥

নিউজ ডেস্কঃ নীলফামারীতে হাবিবা আকতার শারমিন হত্যাকাণ্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শারমিনের স্বামী মমিনুর রহমান ও শ্বশুর লাল মামুদ। গতকাল শুক্রবার (১২ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এতে জানানো হয় এক বছর আগে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাবিল শেখের মেয়ে হাবিবা আকতার শারমিনের সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকায় যৌতুকে পারিবারিকভাবে বিয়ে হয় মমিনুরের। বিয়ের সময় ৮০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি ৪০ হাজার টাকার জন্য প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো তাদের মধ্যে। এমনকি নির্যাতন চালানো হতো শারমিনের উপর।


এরই মধ্যে ৯ জুন সকাল সাড়ে এগারটার দিকে শারমিনকে শ্বশুর লাল মামুদ পা চেপে ধরে এবং মমিনুর খাটের রোলার দিয়ে পায়ে আঘাত করে। এক পর্যায়ে গলা চেপে ধরে বড় স্টিলের মগ দিয়ে মাথায় আঘাত করা হয় শারমিনের। গুরুত্বর অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অ্যাম্বুলেন্সে করে রংপুরে নিয়ে যাবার পথে উত্তরা ইপিজেড এলাকায় মারা যায় শারমিন। বিষয়টি বুঝতে পেরে অ্যাম্বুলেন্স থেকে পালিয়ে যায় মমিনুর। পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, যৌতুকের বকেয়া ৪০ হাজার টাকার জন্য ঘটনার দিন শারমিনকে বিষপান জনিত কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। অথচ তার শরীরে বিষপানের কোন প্রমাণ ছিল না। বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে এবং মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন