News71.com
 Bangladesh
 12 Feb 21, 10:32 AM
 721           
 0
 12 Feb 21, 10:32 AM

রূপপুরের ২য় ইউনিটের রিয়্যাক্টরের হিট ট্রিটমেন্ট সম্পন্ন।।

রূপপুরের ২য় ইউনিটের রিয়্যাক্টরের হিট ট্রিটমেন্ট সম্পন্ন।।

নিউজ ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি পাত্র (রিয়্যাক্টর) প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপুর্ণ ধাপটির কাজ সম্পন্ন হয়েছে। 

 

রাশিয়ায় জেএসসি ‘এইএম-টেকনোলোজির’ ভল্গোদনস্ক শাখা কাজটি সম্পন্ন করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, রেডিওগ্রাফিক টেস্টের পরে ৩২০ টন ওজনের এই চুল্লি পাত্রকে গ্যাস ফার্নেসে স্থানান্তর করে ছয়টি থার্মোকাপল স্থানান্তর করা হয়। এরপর যন্ত্রাংশটিকে ৩ দিন ধরে ৬৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফার্নেসে রাখা হয়। চার্জের ধরণ ছিল ১০ ডিগ্রি থেকে ৬৫০ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন