News71.com
 Bangladesh
 20 Feb 21, 02:49 PM
 799           
 0
 20 Feb 21, 02:49 PM

রূপপুর এনপিপির প্রকল্প পরিচালকের দায়িত্ব পেলেন রাশিয়ার নাগরিক এলেক্সি ডেইরি॥

রূপপুর এনপিপির প্রকল্প পরিচালকের দায়িত্ব পেলেন রাশিয়ার নাগরিক এলেক্সি ডেইরি॥

 

নিউজ ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালকের দায়িত্ব পেলেন রাশিয়ান এলেক্সি ডেইরি। এর আগে তিনি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের প্রধান হিসেবে কাজ করেছেন। মি. এলেক্সির দক্ষতা সম্পর্কে রোসাটম স্টেট কর্পোরেশনের অপারেশন ম্যানেজমেন্টের প্রথম ডেপুটি ডিরেক্টর জেনারেল আলেকজান্ডার লক্সিন বলেন, মি. এলেক্সি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ করার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সুফল বয়ে আনবে। 

 

এছাড়া লক্সিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সমস্ত দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্যে এবং এ প্রকল্পে ও পারমাণবিক শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখায় সের্গেই লাস্টোস্কিনকে ধন্যবাদ জানান। আলেক্সি ভ্লাদিমিরোভিচ ডেইরি ১৯৮০ সালের ৪ মার্চ নভোভোরোনেঝে জন্মগ্রহণ করেন। সাউথ-রাশিয়ান পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন