News71.com
 Bangladesh
 21 Sep 21, 06:06 PM
 284           
 0
 21 Sep 21, 06:06 PM

রূপপুরে পারমাণবিক চুল্লির ওপর থেকে পড়ে ২ শ্রমিক নিহত॥

রূপপুরে পারমাণবিক চুল্লির ওপর থেকে পড়ে ২ শ্রমিক নিহত॥

নিউজ ডেস্কঃ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পারমাণবিক চুল্লির ওপর থেকে ছিটকে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন- ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররূপপুর ফটু মার্কেট এলাকার ওয়াছেব আলীর ছেলে মনি (৪০) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

নিহত দুই শ্রমিক ওই প্রকল্পের রোসেম কোম্পানিতে কাজ করতেন। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, দুপুরে বেশ কয়েকজন শ্রমিক রূপপুর প্রকল্পের দুই নম্বর চুল্লিতে নির্মাণ কাজ করছিলেন। এসময় হঠাৎ তাদের মধ্যে তিনজন ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত শ্রমিককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হয়েছে। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন