News71.com
 Bangladesh
 19 Dec 21, 07:01 PM
 376           
 0
 19 Dec 21, 07:01 PM

দিনাজপুরের বিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২॥

দিনাজপুরের বিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দু’জন নিহত হয়েছেন। রোববার (১৯ ডিসেম্বর) সকালে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার টাটকপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ভ্যান চালক জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়া মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাইদুলকে নিয়ে বাজারের যাচ্ছিল ভ্যান চালক জহুরুল। পথে টাটকপুরের দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওঠা মাত্রই ঢাকা থেকে দিনাজপুর মুখী শ্যামলী পরিবহন ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। ওসি আরও জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে। গাড়িটি আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন