News71.com
 Bangladesh
 21 Oct 17, 07:23 AM
 1241           
 0
 21 Oct 17, 07:23 AM

জাদুকাঁটা নদীতে পুলিশের এসআই ও তার সহযোগিদের চাঁদাবাজী বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

জাদুকাঁটা নদীতে পুলিশের এসআই ও তার সহযোগিদের চাঁদাবাজী বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

সাইফ উল্লাহ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তনদী জাদুকাঁটায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই ও তার সহযোগিদের চাঁদাবাজী বন্ধের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বালি পাথর ব্যবসায়ী , শ্রমিক ও এলাকাবাসী। জেলার বিশ্বম্ভরপুরের মিয়ারচর মাঠে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তপন চন্দ্র দাস একটি ব্যাক্তিগত সিন্ডিক্যাট তৈরী করে বালি পরিবাহি বলগেট , ষ্টিল বডি ট্রলার থেকে প্রতিঘনফুট বালির জন্য ২টাকা ও প্রতিঘনফুট পাথরের জন্য ১ টাকা হারে চাঁদা আদায় করছেন।’


বক্তারা আরো বলেন, বাদাঘাট পুলিশ ফাঁড়ির ওই ইনচার্জ জাদুকাঁটা নদীতে বালি ও পাথরবাহী বলগেট ট্রলার থেকে প্রতিদিন কয়েক লাখ চাঁদা আদায় করার পাশাপাশী তার পছন্দের লোক ছাড়া অন্য কোন ব্যবসায়ী কিংবা শ্রমিকদেরকে নদীতে বালি পাথর উক্তোলন করতে দিচ্ছেন না। ওই দাপুটে এসআইর নির্দেশ উপেক্ষা করে এলাকার স্থানীয় শ্রমজীবীরা নদীতে বালি - পাথর উত্তোলন করতে গেলেই বলগেট , ট্রলার নৌকা আটক অতিরিক্ত উৎকোচ গ্রহন ও নানা ভাবে হয়রানী করা হয়।’ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সভাপতি মধু মিয়া, সদস্য মকবুল হোসেন, সেতারা মিয়া, ব্যবসায়ী কামাল হোসেন ,জাফর আলী,রাজ্জাক মিয়া, শ্রমিক জয়নাল আবেদীন, আবদুল আলী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন