bangladesh
 07 May 18, 07:36 AM
 212             0

সিলেটে ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন।।

সিলেটে ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি,সিলেট জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৮-২০ সালের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি পদে মান্না চৌধুরী (দৈনিক মানবজমিন ও সিলেট সুরমা), সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী (বাংলাদেশ বেতার),সাধারণ সম্পাদক পদে আহবাব মোস্তফা খান (দৈনিক জালালাবাদ), যুগ্ম-সম্পাদক মিজান আহমদ চৌধুরী (সিলেটের সকাল) ও কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম কামাল (দৈনিক সিলেট সুরমা ও সিলেটভিউ২৪ডটকম) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সহ-সভাপতি পরাগ আরমান ও সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে ক্রীড়ালেখক সমিতি সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু,সমিতির সদস্য মাহবুবুল আলম সাদেক, কাইয়ুম আল রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')