bangladesh
 27 Dec 18, 01:43 PM
 106             0

সিলেটে আঃ লীগ প্রার্থী মোমেনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের একান্ত বৈঠক॥  

সিলেটে আঃ লীগ প্রার্থী মোমেনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের একান্ত বৈঠক॥   

নিউজ ডেস্কঃ সিলেট ১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ড. মোমেনের বাসায় যান অ্যালিসন ব্লেইক। সেখানে তিনি আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রায় আধাঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে অ্যালিসন ব্লেইক উপস্থিত সাংবাদিকদের জানান,নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। সিলেটে উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই।

এসব বিষয় নিয়েই ড. মোমেনের সঙ্গে একটি সুন্দর আলোচনা হয়েছে। এদিকে,ড. মোমেন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের ব্যাপারে বলেন,নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। অ্যালিসন ব্লেইকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি জানিয়েছি নৌকার প্রচার প্রচারণায় বিরোধী দলেরা বিভিন্নভাবে বাধা প্রদান করছে। এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে দেশে কি কি উন্নয়ন হবে তাও ব্রিটিশ হাইকমিশনারকে অবগত করা হয়েছে বলেও জানান ড. মোমেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')