News71.com
 Bangladesh
 02 Feb 19, 01:06 PM
 1313           
 0
 02 Feb 19, 01:06 PM

সুনামগঞ্জে প্রয়াত মেয়র জগলুলের স্মরণ সভায় মানুষের ঢল

সুনামগঞ্জে প্রয়াত মেয়র জগলুলের স্মরণ সভায় মানুষের ঢল

সাইফ উল্লাহ: পৌর মেয়র আয়ূব বখত জগলুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় মানুষের ঢল লক্ষ্য করা গেছে। শনিবার দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ছুটে আসেন। বুকে শোকব্যাজ ধারণ করে তারা যোগ দেন স্মরণসভায়। মাঠে এসে সবাই নড়াচড়া না করে ঠায় বসে থাকেন। বেলা সোয়া চারটায় সভা শেষ হওয়া পর্যন্ত তারা মাঠে পিনপতন নিরবতা নিয়ে বসে থাকেন। অতিথিদের বক্তব্য শুনে মাঠ ত্যাগ করেন নেতাকর্মীরা। বেলা দেড়টা থেকেই জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা শোকর‌্যালি দিয়ে শহরে প্রবেশ করেন। তারা বুকে কালো ব্যাজ ধারণ করে, ফেস্টুন নিয়ে মাঠের দিকে ছুটে আসেন। শেষে স্মরণসভায় মিলিত হন। তবে অনেকে আয়ূব বখত জগলুলের জীবনের স্মৃতি রোমন্থণ না করতে না পেরে কষ্ট পেয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মানুষের উপস্থিতি দেখে তাদেরকে ধন্যবাদ জানিয়ে মেয়র জগলুলের আত্নার শান্তি কামনা করে তার অসমাপ্ত স্বপ্নপূরণে তিনি উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ- ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ- ৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান, সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সংরক্ষীত মহিলা এমপি শাহানা রব্বানী, পৌর মেয়র নাদের বখত সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ। স্মরণসভায় সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম সম্পাদিত আয়ূব বখত জগলুল স্মারগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন