Bangladesh
 16 Jun 20, 09:31 PM
 57             0

ঐক্যফ্রন্টের এমপি মোকাব্বির করোনায় আক্রান্ত॥

ঐক্যফ্রন্টের এমপি মোকাব্বির করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৫ জুন) শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর তার নমুনা পরীক্ষা হয়।মঙ্গলবার (১৬ জুন)) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মোকাব্বির খান নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আজও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।এদিকে মোকাব্বির খানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. রেজা কিবরিয়া।গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচন করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')