News71.com
 Bangladesh
 28 Dec 20, 02:52 PM
 723           
 0
 28 Dec 20, 02:52 PM

পান বিক্রি কমায় আর্থিক সংকটে খাসিয়ারা

পান বিক্রি কমায় আর্থিক সংকটে খাসিয়ারা

 

নিউজ ডেস্কঃ সিলেটের বিভিন্ন পাহাড়ি এলাকায় খাসিয়া জনগোষ্ঠীর বাস। প্রায় ৩০ হাজার খাসিয়া জনগোষ্ঠীর বসবাস মৌলভীবাজারের ৪০টিসহ সিলেট বিভাগের ৭৫টি পুঞ্জিতে (খাসিয়া গ্রাম)। ৫ হাজারের বেশি খাসিয়া পরিবারের সবার রয়েছে এক বা একাধিক পান জুম। সে হিসেবে সিলেট বিভাগে প্রায় ৬ হাজার পান চাষের জুম রয়েছে (একেকটি জুমে ১ থেকে ৫ হাজার পানের গাছ থাকে)। বছরে প্রায় ৫০ কোটি টাকার পান বিক্রি হয় স্বাভাবিক বছরগুলোতে।

 

প্রতিটি পরিবারের আর্থিক নিরাপত্তা দেয় এই সব পান জুম। কিন্তু চলতি বছর করোনার কারণে পান বিক্রি কমে গেলে অর্থনৈতিকভাবে কঠিন একটি বছর কাটিয়েছেন খাসিয়া সম্প্রদায়। চলতি বছরে প্রায় ২৫ কোটি টাকার আর্থিক সংকটে পড়েছেন তারা। পানের বাজার চাঙ্গা থাকে যে সময়ে ঠিক তখন আসে লকডাউন ফলে পান বিক্রির দোকান এবং বাজার বন্ধ হয়ে যাওয়াতে ৮০ শতাংশ কমে যায় পান বিক্রি। আবার যখন লকডাউন তুলে নেওয়া হয় তখন পানের উৎপাদন বেশি থাকায় কমে যায় দাম যার কারণে এই বছর চরম সংকটে পড়তে হয়েছে। চলতি বছরে লকডাউনের কারণে চায়ের দোকান এবং পানের দোকান বন্ধ হয়ে যাওয়া এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ মানুষের মধ্যে পান খাওয়া এড়িয়ে চললে ৬০ ভাগ দাম কমে যায় পানের সেই সঙ্গে অবিক্রীত থাকে ৪০ ভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন