News71.com
 Bangladesh
 25 Feb 21, 01:25 PM
 670           
 0
 25 Feb 21, 01:25 PM

ছাতক সিমেন্ট কারখানায় দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন শিল্প প্রতিমন্ত্রী।।

ছাতক সিমেন্ট কারখানায় দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন শিল্প প্রতিমন্ত্রী।।

 

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কয়েকটি সংবাদ প্রকাশ হওয়ায় টনক নড়েছে সংশ্লিষ্টদের। গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন বিসিআইসি'র আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা পর্যালোচনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাতক সিমেন্ট কারখানার বিভিন্ন কর্মকর্তা ও শ্রমিক নেতাদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার।

 

বৈঠকে ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রকল্পের সঠিক পরিচর্যার নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'ছাতক সিমেন্ট কারখানা আমাদের দেশের সম্পদ। এটিকে শাহজালাল সার কারখানার মতো বানাবেন না। এখন থেকে যাবতীয় ক্রয় ও নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। আর টেন্ডার প্রক্রিয়ায় কাজ শেষ করার সময় নির্ধারণ ও না পারলে জরিমানার বিধান করতে হবে।' দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদও দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন