News71.com
 Bangladesh
 07 Dec 21, 11:02 AM
 322           
 0
 07 Dec 21, 11:02 AM

সিলেটে সুনামগঞ্জ সড়কে বাস-ট্রাকের সংঘর্ষ॥ নিহত ১

সিলেটে সুনামগঞ্জ সড়কে বাস-ট্রাকের সংঘর্ষ॥ নিহত ১

নিউজ ডেস্কঃ সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুসলিম উদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) ওই সড়কের জাঙ্গাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুসলিম উদ্দিন (৩০) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের মুক্তার আলীর ছেলে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলের দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী লরি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসটি রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এসময় মুসলিম উদ্দিন ছাড়াও আরও অন্তত ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল বাহিনী সিলেটের কর্মীরা দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সিলেট মহানগর পুলিশের জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মুসলিম উদ্দিন নামে এক যুবক মারা গেছেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন