News71.com
 Bangladesh
 21 Jun 22, 09:53 PM
 1241           
 0
 21 Jun 22, 09:53 PM

সিলেট বিভাগে প্রাকৃতিক দুর্যোগে ২৩ জনের মৃত্যু।।

সিলেট বিভাগে প্রাকৃতিক দুর্যোগে ২৩ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট। বন্যার পানি ডুবিয়েছে সিলেট জেলা ও নগরের ৮০ ভাগ এলাকা। একই সঙ্গে সুনামগঞ্জের ৯০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে এবং বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। গত ১৫ জুন থেকে সিলেট বিভাগে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার সৃষ্টি হয়। তাতে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ঘটেছে ২৩ জনের। এর মধ্যে সিলেটে ১৪ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ৩ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে মারা যাওয়াদের মধ্যে ২৩ জনের খবর জানতে পেরেছি। এর মধ্যে সিলেটে টিলাধসে একজন, বন্যার পানিতে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ২ জন, টিলাধসে একজন এবং নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ জেলায় বজ্রপাতে ৩ জন ও বন্যার পানিতে ডুবে ৩ জন এবং মৌলভীবাজারে সাপের কামড়ে এক কিশোর, টিলাধসে একজন এবং বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জন্মেময় দত্ত বলেন, প্রাকৃতিক দুর্যোগে মা-ছেলেসহ সিলেটে ১৪ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমেদ হোসাইনবলেন, জেলায় নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ থাকায় অনেক তথ্য জানার বাইরে রয়ে গেছে। তবে এ যাবত প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাতে ৩ জন এবং বন্যায় ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া ছাতকে নৌকাডুবিতে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন