News71.com
 Bangladesh
 28 Jul 22, 12:08 PM
 1434           
 0
 28 Jul 22, 12:08 PM

শাবিপ্রবি ছাত্র বুলবুল হত্যার দায় স্বীকার আবুলের।।

শাবিপ্রবি ছাত্র বুলবুল হত্যার দায় স্বীকার আবুলের।।

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র বুলবুল আহমদ (২২) হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতার আবুল হোসেন (১৯)। বুধবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে তাকে হাজির করা হলে বিচারক সুমন ভূঁইয়া তার জবানবন্দি রেকর্ড করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসএমপির জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, বুলবুল হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামির মধ্যে আবুলকে বুধবার বিকেলে আদালতে হাজির করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত সূত্র জানায়, বুলবুল হত্যার ঘটনায় মোট ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার পরপরই মঙ্গলবার ভোরে ৩ জনকে আটক করা হয়। তারা হলেন—ইউনিভার্সিটি সংলগ্ন টিলারগাঁও এলাকার বাসিন্দা বরিশাল জেলার বাঘাইল আটগল জারা গ্রামের জিন্নাত আলী মৃধার ছেলে ইব্রাহিম খলিল (২৭), সিলেট সদরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন টিলারগাঁওয়ের লিলু মিয়ার ছেলে শরিফ (১৮) ও একই এলাকার আনিছ আলীর ছেলে আবুল হোসেন (১৯)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন