News71.com
 Economy
 29 Sep 19, 08:34 PM
 848           
 0
 29 Sep 19, 08:34 PM

সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেলো ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেলো ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

অর্থনীতি ডেস্কঃ স্বল্পআয়ের মানুষের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নে কাজ করায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বিদেশিখাতের সিটি ব্যাংক এনএ। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের চেক, সনদ ও ক্রেস্ট তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসময় আরও বক্তব্য রাখেন সিটি ব্যাংক এনএ ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি অফিসার এন রাজশেকারান, শক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. হোমায়রা ইসলাম, ক্রেডিট অ্যান্ড ডেভলপমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল। এবছর চারটি ক্যাটাগরিতে ১২ জন উদ্যোক্তা এবং তিনটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা হয়েছেন রাস পদ্ধতিতে ঘরের মধ্যে মাছ চাষ করায় রাজশাহীর মো. ইমদাদুল হক। শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা ইমদাদুল হক। বছরের শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী নারায়ণগঞ্জের মরিয়ম আক্তার। বছরের শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন ছাদ কৃষির জন্য জৈব সার উৎপাদনকারী বগুড়ার মো. রেজওয়ানুল ইসলাম। বছরের শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন অর্গানিক পদ্ধতিতে শুটকি প্রস্তুতকারক কক্সবাজারের মো. মোকাদ্দেছুর রহমান। এছাড়াও বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্র ঋণ সংস্থা নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জের ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। সিটি ফাউন্ডেশনের সহায়তায় সিটি ব্যাংক এনএ’র এই পুরস্কার প্রদানে স্থানীয় পার্টনার শক্তি ফাউন্ডেশন, স্ট্রাটেজিক পার্টনার ক্ষুদ্র ঋণ উন্নয়ন সংস্থা সিডিএফ। অনুষ্ঠানে নিজেদের সাফল্যে প্রতিক্রিয়া তুলে ধরেন প্রত্যেক ক্যাটাগরির শ্রেষ্ঠ উদ্যোক্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন