News71.com
 Economy
 09 Jun 22, 09:34 PM
 1050           
 0
 09 Jun 22, 09:34 PM

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে বরাদ্দ বাড়ল।।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে বরাদ্দ বাড়ল।।

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা এ প্রস্তাব করেন। প্রস্তাবনায় বলা হয়েছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার ২২৯ কোটি টাকা। এরমধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৯৪ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭৩৫ কোটি টাকা। ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে ৯ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দে প্রস্তাব করা হয়েছি। তবে সংশোধনী বাজেটে বরাদ্দ রাখা হয় ১০ হাজার ১২৪ কোটি। এরমধ্যে পরিচালন খাতে ছিল ৫ হাজার ৫৬৬ কোটি টাকা ও উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৪ হাজার ৫৫৮ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন