News71.com
 Economy
 11 Jun 22, 07:58 PM
 1054           
 0
 11 Jun 22, 07:58 PM

বিএনপি আমলের বাজেটের চেয়ে এখন শিক্ষা বাজেট বেশি।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিএনপি আমলের বাজেটের চেয়ে এখন শিক্ষা বাজেট বেশি।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, বিএনপির সময় সারাদেশে যা বাজেট ছিল, তার চেয়ে এখন আমাদের সময়ে আমার শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট বেশি। শুক্রবার (১০ জুন) সাভারের এনাম মেডিকেল কলেজের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, তাদের (বিএনপি) কাছে তো আমাদেরকে উচ্চাভিলাষী মনে হবে। তারা তো কোনো কাজ পারেনি। আর পারেনি বলেই তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আওয়ামী লীগ সরকার পারে, শেখ হাসিনা পারেন। আর পারেন বলেই আজকের বাংলাদেশ অর্থনৈতিক দিকসহ সমস্ত দিক থেকে মর্যাদাপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। কাজেই আমাদের এই বাজেট সেই সক্ষমতার একটি প্রমাণ। বর্তমান সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচন হতে দেবে না- এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এরকম কথা তারা (বিএনপি) সব সময় বলেন। তাতে কিছু যায় আসে না। দেশে আইন আছে, সংবিধান আছে। সেই অনুযায়ী ও মানুষের ইচ্ছা অনুযায়ী অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এটিই আমাদের প্রত্যাশা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন