News71.com
 Entertaintment
 10 Jul 17, 10:08 AM
 752           
 0
 10 Jul 17, 10:08 AM

ভারতের প্রখ্যাত অভিনেত্রী সুমিতা সান্যাল আর নেই।।

ভারতের প্রখ্যাত অভিনেত্রী সুমিতা সান্যাল আর নেই।।

 

বিনোদন ডেস্কঃ ভারতের প্রখ্যাত অভিনেত্রী সুমিতা সান্যালের আর নেই। গতকাল রবিবার সকালে দক্ষিণ কলকাতার লেক ‌গার্ডেন্সের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। এদিন দুপুরে কলকাতার কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

খোকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির মাধ্যমে সুমিতা দেবী চলচ্চিত্র জগতে প্রত্যাবর্তন করেন। তারপর অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের 'নায়ক‌' তপন সিংহের ‘সাগিনা মাহাতো’ ‘আপনজন’ তরুণ মজুমদারের ‘কুহেলী’র মতো বেশ কিছু বাংলা ছবিতে। হৃষীকেশ মুখার্জির ‘আনন্দ’ ‘আশীর্বাদ’ ‌গুলজারের ‘মেরে আপনে’র মতো হিন্দি ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।

সুমিতা সান্যালের বাড়ির ডাকনাম ছিল মঞ্জুলা। তাঁর প্রথম চলচ্চিত্র ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’–এর পরিচালক অগ্রদূত ওরফে বিভূতি লাহা নামকরণ করেন সুচরিতা। আরও পরে পরিচালক কনক মুখোপাধ্যায় তাঁর নাম দেন সুমিতা। আগাগোড়া ইংরেজি শিক্ষায় শিক্ষিতা সুমিতার সঙ্গে পরিচয় ছিল অভিনেত্রী ‌লীলা দেশাইয়ের। তাঁর সূত্রেই অগ্রদূতের সঙ্গে পরিচয়। প্রথম ছবি ১৯৬০ সালে হলেও সুমিতা পরিচিতির কেন্দ্রে আসেন‌ ৬ বছর পর সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির মাধ্যমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন