entertaintment
 13 Jul 17, 01:13 AM
 161             0

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন সোনম কাপুর।।

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন সোনম কাপুর।।


বিনোদন ডেস্কঃ খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।অরা বরও নাকি নিজের পছন্দের ব্যক্তি, প্রেমিক আনন্দ আহুজা। তাকেই নাকি বিয়ে করতে চলেছেন সোনম।সোনমের পরিবারের সদস্যরা চাইছেন, যত দ্রুত সম্ভব সোনমের বিয়েটা হোক।কারণ সোনমের সঙ্গে আনন্দ আহুজার সম্পর্কের বিষয়টি অভিনেত্রীর পরিবারের সবারই জানা।এ প্রসঙ্গে সোনমের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, যেহেতু আনন্দ আহুজার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে সোনম নিশ্চিত, তাই তার বাবা অনিল কাপুর বিয়ের ব্যাপারে দেরি করতে চাইছেন না।

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে অনেকদিন ধরেই সোনমের প্রেমের গুঞ্জন চলছে। প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাদের। এছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা।সোনমের পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে থাকেন আনন্দ। যদিও প্রেমের বিষয়টি এখনো শিকার করেননি এ কথিত প্রেমিক জুটি।সোনমের পরবর্তী সিনেমা ‘বীরে দি ওয়েডিং’।সিনেমাটি পরিচালনা করবেন এ অভিনেত্রীর বোন রিয়া কাপুর।এ সিনেমার মাধ্যমে মা হওয়ার পর আবারো বড় পর্দায় হাজির হবেন কারিনা কাপুর। সিনেমাটিতে আরো অভিনয় করবেন স্বরা ভাস্কর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')