entertaintment
 08 Sep 17, 01:24 AM
 177             0

চলে গেলেন কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জীবন গুহ।।  

চলে গেলেন কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জীবন গুহ।।   

বিনোদন ডেস্কঃ কলকাতার বাংলা ছবির অভিনেতা জীবন গুহ পরলোক গমন করেছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল কলকাতায় নিজের বাড়িতেই মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েকে। জীবন গুহর পরিবারের পক্ষ থেকে জানা গেছে,বার্ধক্যজনিত রোগের পাশাপাশি কয়েকদিন ধরে শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন এই অভিনেতা। গতকাল দুপুর তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । জীবন ছিলেন টালিউডের স্বর্ণযুগের অভিনেতা। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি । রঞ্জিৎ মল্লিক বা প্রসেনজিতের ছবিতেও কাজ করতে দেখা গেছে তাঁকে। বেশীরভাগ সময়ে ভিলেন অথবা ভিলেনের সহকারীর চরিত্রে অভিনয় করতেন বেশি। তাঁর মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')