entertaintment
 02 Oct 17, 12:32 PM
 352             0

পপষ্টার জেমস এর জন্মদিনে আজ সারাদেশে এক কোটি গাছ লাগাবে তার ভক্তরা....

পপষ্টার জেমস এর জন্মদিনে আজ সারাদেশে এক কোটি গাছ লাগাবে তার ভক্তরা....

নিউজ ডেস্কঃ জনপ্রিয় তারকা বাংলাদেশের রক লিজেন্ড নগরবাউল-খ্যাত জেমসের জন্মদিন আজ। আর এ উপলক্ষে পুরো অক্টোবর মাস জুড়ে সারাদেশে এক কোটি গাছ লাগাবেন তার ভক্তরা। জেমসের ‘পাগলা ভক্ত’-খ্যাত প্রিন্স মোহাম্মদ এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, এ বছর ‘জেমস ফ্যান ক্লাব’ থেকে অক্টোবর মাসে সারা দেশের বিভিন্ন জায়গায় এক কোটি গাছ লাগানো হবে। জেমস ফ্যান ক্লাবে এখন এক লাখ সদস্য আছে। তারা এই আয়োজনটি বাস্তবায়ন করবে। এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় ৫৩টি প্রতিকৃতি টাঙানো হয়েছে। তিনি আরো বলেন, জন্মদিনে বিকেলে বারিধারায় জেমসের স্টুডিওতে গিয়ে জেমস ফ্যান ক্লাবের পক্ষ থেকে জেমসকে শুভেচ্ছা জানানো হবে।উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকার বিভিন্ন জায়গায় ১০টি বিলবোর্ড টাঙিয়ে জেমসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন কিশোরগঞ্জের ছেলে প্রিন্স। এক যুগেরও বেশি সময় ধরে জেমসের জন্মদিনে ভিন্ন কিছুর আয়োজন করেন এই ভক্ত। গত বছর জন্মদিনে বিশাল এক কেক নিয়ে ঘুরে বেড়িয়েছেন ঢাকা শহরের নানা জায়গায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')