entertaintment
 03 Jan 18, 02:29 AM
 254             0

২০১৮ সালে মুক্তি পাচ্ছে বলিউডের তিন খানের সুপারহিট তিনটি সিনেমা।  

২০১৮ সালে মুক্তি পাচ্ছে বলিউডের তিন খানের সুপারহিট তিনটি সিনেমা।   

বিনোদন ডেস্কঃ বলিউডে সফলতার শীর্ষে তিন খান শাহরুখ, সালমান ও আমির।এজন্য তাদের ছবির প্রতীক্ষায় থাকেন ভারতসহ বিশ্বের অনেক দেশের মানুষ।তাই নতুন বছর আসতেই আলোচনা শুরু হয়ে গেছে এই তিন তারকার কোন কোন ছবি ২০১৮ সালে মুক্তি পাবে।আপাতত যে খবর তাতে দেখা যাচ্ছে চলতি বছর একমাত্র হোলি ছাড়া নতুন বছরের বাকি সব উৎসবেই রয়েছে তিন খানের কোনো না কোনো একজনের ছবি।২০১৮ সালের ঈদে (কোন ঈদ নির্দিষ্ট করা হয়নি) মুক্তি পাবে সালমান খানের রেস-৩।দীপাবলীতে আমির খানের থাগস অব দ্য হিন্দুস্তান।আর বড়দিনে মুক্তি পাবে শাহরুখ খানের জিরো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')