News71.com
 Entertaintment
 20 Feb 18, 11:36 AM
 768           
 0
 20 Feb 18, 11:36 AM

একুশের গ্রন্থমেলায় প্রতিদিন বই বিক্রি বাড়ছে।।

একুশের গ্রন্থমেলায় প্রতিদিন বই বিক্রি বাড়ছে।।

বিনোদন ডেস্কঃ একুশের গ্রন্থমেলায় এখন উল্লেখযোগ্য বই বিক্রির পালা শুরু হয়েছে। প্রতিদিনই বেচাকিনি বাড়ছে। গতকাল সোমবার বিক্রির অবস্থা ছিলো গত দুদিন ছুটির দিনের চেয়েও বেশি। ক্রেতারা স্টলে স্টলে গিয়ে বিক্রেতাদের হাতে তালিকা ধরিয়ে দিয়ে বই কিনেছেন। মেলা ঘুরে দেখা যায়,আগত দর্শনার্থীদের মধ্যে অসংখ্য লোকজনই বই কিনছেন। একাডেমির ভেতরে এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্যাভেলিয়ন ও ছোটবড় স্টলগুলোতে সারাক্ষণই ক্রেতার ভিড় ছিল। কমবেশি বই কিনছেন অনেকেই। বেশ কয়েকটি স্টলের বিক্রেতারা জানান,গত দুদিনে সাপ্তাহিক ছুটির দিনের চেয়েও গতকাল সোমবার বিক্রি বেশি হয়েছে। হুমায়ূন আহমদের রকমারী বইয়ের স্টল অন্য প্রকাশের স্টলের সামনে দিয়ে হাঁটাই যাচ্ছিল না। এ ছাড়া কাকলী,অন্বেষা, অবসর, আগামী, সময় ইত্যাদি প্যাভিলিয়নগুলোর অবস্থাও ছিলো একই রকম।

মেলায় গতকাল সোমবার ১৪১টি নতুন বই এসেছে। প্রকাশিত উল্লেখযোগ্য নতুন বইয়ের মধ্যে রয়েছে, ভাষা প্রকাশে ড. মিজান রহমানের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ মাটি গন্ধ্যা’য় শামসুর রাহমানের নির্বাচিত কবিতার বই ‘মেঘলোকে মনোজ নিবাস’, সময় প্রকাশনে মতিন রায়হানের ‘আমাদের ছায়া ও তরুগণ’ বটেশ্বর বর্ণনে হাবিবুর রহমানের অনূদিত বই ‘ভারতে লর্ড মাউন্টব্যাটেন’ মিজান পাবলিশার্সে আশরাফ মীরের ‘কবিতা সমগ্র’ আমীরুল ইসলামের ‘মায়ের জন্য ভালবাসা’, সূচিপত্রে মোস্তফা জব্বারের ‘একাত্তর ও আমার যুদ্ধ’, অন্বেষায় আনোয়ারা সৈয়দ হকের ‘ মধুসূদন ও অন্যান্য প্রবন্ধ’ পড়ুয়ার স্টলে সুব্রত বড়ুয়ার ‘এগারটি অনূদিত গল্প’ বাংলা একাডেমির স্টলে অনুপম হায়াৎ’-এর ‘বহুমাত্রিক নজরুল’ ও আসাদ চৌধুরীর ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’, অনন্যায় ইমদাদুল হক মিলনের ‘রমাকান্ত ও সতেরটি বাচ্চা কাচ্চা’ শামসুর রাহমানের বিভাস সংস্করণ ‘বন্দি শিবির থেকে’ ও আখতার হুসেনের ‘বাঘের ছানার নাম সোনালি’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন