News71.com
 Entertaintment
 25 Mar 18, 11:20 AM
 877           
 0
 25 Mar 18, 11:20 AM

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সেলফি নিষিদ্ধ।

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সেলফি নিষিদ্ধ।

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সেলফি নিষিদ্ধ করা হয়েছে। ছবির প্রিমিয়ারের আগে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতেই এমন সিদ্ধান্ত।গতকাল শনিবার কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো বলেছেন,লালগালিচায় দর্শকদের জন্য সেলফি নিষিদ্ধ থাকবে।এর আগে ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই উৎসবের লালগালিচায় সেলফি নিষিদ্ধ করতে চেয়েছিলেন থিয়েরি ফ্রেমো। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন। কিন্তু এবারের নিষেধাজ্ঞা পরিবর্তনের কোনও সুযোগ নেই। কারণ, তার চোখে সেলফি তোলা হাস্যকর ও উদ্ভট ব্যাপারতবে যেসব ছবির প্রদর্শনী হবে সেগুলোর কলাকুশলীদের মধ্যে যারা লালগালিচায় পা মাড়াবেন, তাদের ওপরও এই নিষেধাজ্ঞা থাকবে কিনা তা স্পষ্ট নয়। লালগালিচায় ড্রেসকোড হলো টাক্সেডো ও ইভেনিং গাউন। কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো আরও বলেছেন,সেলফি তোলার মতো মামুলি বিষয়ের কারণে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টি হয়।এটা যে কোনও পদক্ষেপে ব্যাঘাত ঘটায়, যার প্রভাব পড়ে গোটা উৎসবে।শুধু অ্যাক্রিডিটেশন পাওয়া সাংবাদিক, মার্শে দ্যু ফিল্মে আসা চলচ্চিত্র নির্মাতা কিংবা টিকিট পাওয়া সাধারণ দর্শকরাই নন, হলিউড তারকারাও কানের লালগালিচায় সেলফি তোলেন।আগামী ৮ মে শুরু হবে কান উৎসবের ৭১তম আসর।এ আসর চলবে ১৯ মে পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন