entertaintment
 09 Apr 18, 02:27 AM
 189             0

শ্রীদেবী অ্যাওয়ার্ড পেলেন দক্ষিণী লাস্যময়ী তামান্না ভাটিয়া।।

শ্রীদেবী অ্যাওয়ার্ড পেলেন দক্ষিণী লাস্যময়ী তামান্না ভাটিয়া।।

 

বিনোদন ডেস্কঃ বছরের শুরুতেই সকলকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। বলিউড সিনেমার পাশাপাশি তিনি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও ছিলেন বেশ জনপ্রিয়। এবার এই কিংবদন্তী অভিনেত্রীর স্মরণার্থে একটি অভিনব উদ্যোগ নিল জি অপ্সরা অ্যাওয়ার্ড। এবছর থেকেই তারা শুরু করলেন শ্রীদেবী অ্যাওয়ার্ড। প্রথম বছর এই অ্যাওয়ার্ড পেলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। দক্ষিনী সিনেমা এবং বলিউডি সিনেমায় তার অবদানের জেরেই এই সম্মানে সম্মানিত করা হল তাকে। অ্যাওয়ার্ড পেয়ে তিনি জানান,”শ্রীদেবীকে দেখেই আমি যাত্রা শুরু করেছিলাম বলিউডে। এই সম্মানটি পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমিও তার মতো খুব অল্প বয়সেই অভিনয় জগতে চলা শুরু করি। এই অ্যাওয়ার্ডটি আমার কাছে অনুপ্রেরনা। গত শনিবার তামান্না আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তার পারফর্মেন্সে অভিনেত্রী আপাতত ব্যস্ত তার আগামী ছবির শ্যুট নিয়ে। ছবিটি অবশ্যই দক্ষিণ ভারতীয় ভাষাতে তৈরি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')