News71.com
 Entertaintment
 01 May 18, 12:07 PM
 874           
 0
 01 May 18, 12:07 PM

কলকাতায় নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু।

কলকাতায় নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু।


বিনোদন ডেস্কঃ বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি)। আর প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের নায়ক আলমগীর। আজ সোমবার বিকেলে বিএফটিসিসির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য নায়করাজ রাজ্জাকের নামে আমরা এ অ্যাওয়ার্ডটি চালু করেছি। এটি আজীবন সম্মাননা। এবার এই পুরস্কার পাচ্ছেন নায়ক আলমগীর। এদিকে এবার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের দেওয়া হীরালাল সেন অ্যাওয়ার্ড পাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর দেবকী কুমার বোস পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেডকেও পুরস্কার দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন