News71.com
 Entertaintment
 11 May 18, 07:37 AM
 1794           
 0
 11 May 18, 07:37 AM

দুটি নতুন নাটক নিয়ে ঈদে টিভির দর্শকদের মাতাতে আসছেন জনপ্রিয় তরুন অভিনেতা সুমন আচার্য্য    

দুটি নতুন নাটক নিয়ে ঈদে টিভির দর্শকদের মাতাতে আসছেন জনপ্রিয় তরুন অভিনেতা সুমন আচার্য্য      

মিথুন কুমারঃ আসন্ন ঈদে সুপার হিট দুইটি নাটক নিয়ে হাজির হচ্ছেন নাট্য জগতের তরুণ অভিনেতা সুমন আচার্য্য। অল্প সময়ে যিনি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। কাজ করে যাচ্ছেন একের পর এক নাটকে। হালের উঠতি তারকাদের মধ্যে তিনি অন্যতম অভিনেতাদের ভিতর এক জন। অভিনয় দক্ষতা দেখিয়ে ইতিমধ্যেই তরুণ প্রজন্মের অসংখ্য ভক্তের মন জয় করেছেন সুমন আচার্য্য। এবার সেই অভিনয়ের খাতিরেই আসন্ন ঈদে বিশেষ নাটক “একে গুণগুণ দুয়ে পাঠ” এই নাটকটির কাজ শেষ করেছে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম ও নাজিয়া হক অর্ষা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সুমন আচার্য্য, লুৎফর রহমান জর্জ, ওয়ালিউল হক রুমি, সাইকা আহমেদ, স্নিগ্ধা শ্রাবণ, অপু আহমেদ, রিফাত সৌরভ ও অন্যান্য। তাছাড়া শুটিং চলছে ঈদের আরও একটি স্পেশাল নাটক "মানুষ"। এই "মানুষ" নাটকটিতে সুমন আচার্য্য ছাড়াও অভিনয় করছেন নাট্য জগতের তরুণ জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহমুদ, রাইসুল ইসলাম আসাদ, এবং আরও অনেকে। তাছাড়া আসছে ঈদেরে জন্য সুমনের আরও নাটকটি এই ঈদে স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে।

সুমন আচার্য্য নিউজ৭১ ডট কম”কে বলেন, আমার ভালো দিক হচ্ছে আমি অনেক ধৈর্য্যশীল। আমি ধৈর্য্যশীল বলেই আজ এতোদূর আসতে পেরেছি। তা না হলে কোনোদিনও এখানে আসা সম্ভব হতো না। তবে এর পেছনে অবশ্যই সকলের সার্পোট ছিল। অন্ধজনে অন্ধক্ষনে"ও নাটক টি আমাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। তাছাড়া আমি আরও বেশ কয়েকটি জনপ্রিয় নাটককে অভিনয় করেছি তার ভিতর উল্লেখ যোগ্য, “সোনার বালা”, “ঘাড় ত্যাড়া মজনু”, “গোঁফ” নাটক। তিনি আরও বলেন, অনেক ভালো ভালো কাজ করেছি যেগুলোর কোনোটার গল্প ভালো ছিল, কোনোটার আবার চরিত্র। তাছাড়া আমার আপকামিং কাজগুলোও খুব ভালো হবে বলে আশা করছি। বেশ কিছু নতুন নাটকে কাজ করছি। পাশাপাশি ঈদের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে শেষ করেছি “একে গুণগুণ দুয়ে পাঠ” নামে একটি নাটক, তাছাড়া কাজ করছি আরও দুইটি নাটকে। সব মিলিয়ে অভিনয়ের ভিতর দিন পার করছি এই ঈদে দর্শকদের ভালো কিছু নাটক উপহার দেওয়ার জন্য। যাতে করে দর্শক শিক্ষামূলক ভালো কিছু জানতে পারে এবং দেখতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন