entertaintment
 05 Jun 18, 07:12 PM
 359             0

বিয়ের পিড়িতে বসছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী।

বিয়ের পিড়িতে বসছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী।

বিনোদন ডেস্কঃ আগামী ৭ জুন চিত্র পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মার কন্যা চিত্রনায়িকা মাদালসা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী। একাধিক ভারতীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। মহাক্ষয়ের চক্রবর্তী ডাক নাম মিমোহ। তিনি একজন অভিনেতা। ইশেকদারিয়া, হন্টেড, এনিমি,জিমি লুট সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে, মাদালসা হলেন একজন বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী৷ তিনি সম্রাট এন্ড কোং, দিল সালা সাঙ্কি, ফিটিং মাস্টারসহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।
জানা গেছে, গত মাসে মুম্বইয়ের মাধ আইল্যান্ডে একত্রিত হয়েছিল দুই পরিবার৷ সেখানেই বাগদান পর্ব সারেন মহাক্ষয় ও মাদালসা৷ জানা গেছে, আগামী ৭ জুন উটির হোটেল দ্য মোনার্কে মিমো ও মাদলসার চার হাত এক হতে যাচ্ছে৷ শোনা যাচ্ছে, মহাক্ষয়ের বিয়েতে বেশ কয়েকজন বলিউড তারকা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')