entertaintment
 06 Jun 18, 05:42 PM
 351             0

মুক্তির আগেই ২৩০ কোটি রুপি আয় করল রজনীকান্তের ছবি ‘কালা’।।

মুক্তির আগেই ২৩০ কোটি রুপি আয় করল রজনীকান্তের ছবি ‘কালা’।।

বিনোদন ডেস্কঃ দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা 'কালা'। আজ বৃহস্পতিবার ভারতসহ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর মুক্তির আগেই ২৩০ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি। সূত্রে জানা গেছে,সিনেমাটির সত্ত্ব বিক্রি করেই ২৩০ কোটি রুপি আয় করেছে রজনীকান্তের কালা। এর মধ্যে তামিলনাড়ুতে ৬০ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও নিজাম অঞ্চলে ৩৩ কোটি রুপি, কেরালাতে ১০ কোটি রুপি ও ভারতের অন্যান্য অঞ্চলে ৭ কোটি রুপিতে সিনেমাটির সত্ত্ব বিক্রি করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটির সত্ত্ব বিক্রি করে আয় হয়েছে ৪৫ কোটি রুপি। এছাড়া ৭০ কোটি রুপিতে এর প্রচারসত্ত্ব ও ৫ কোটি রুপিতে সংগীতের সত্ত্ব বিক্রি করা হয়েছে। কালা সিনেমাটির গল্প একজন গ্যাংস্টার ও রাজনীতিবিদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন পিএ রণজিৎ। এতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করছেন নানা পাটেকর, হুমা কোরেশি, সামুতিরাকানি, ঈশ্বরী রাও প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')