entertaintment
 07 Jul 18, 06:13 AM
 342             0

হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে

হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে

বিনোদন ডেস্কঃ বলিউডে আসছে একের পর এক দুঃসংবাদ। প্রথমে ইরফান খানের অসুস্থতার কথা সামনে আসে। এর কয়েকমাস পর জানা যায়, তিনি নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারে আক্রান্ত। এবার জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধী ক্যান্সার। হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ইনস্টাগ্রামে নিজের চিকিৎসা চলাকালে একটি ছবি পোস্ট করে এই তথ্য ভক্তদের জানালেন সোনালি।

বর্তমানে নিউইয়র্কে সোনালির চিকিৎসা চলছে। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘সম্প্রতি আমার হাই গ্রেড ক্যান্সার ধরা পড়েছে। প্রথমে কিছু বুঝতে পারিনি। ব্যথা শুরু হওয়ায় কিছু পরীক্ষা করতে হয়, তাতেই ক্যান্সার ধরা পড়ে। আমার এমনই পরিস্থিতি ছিল যা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া ছাড়া সামলানোর আর কোনও উপায় ছিল না। সেই কারণে আমার চিকিৎসকরা আমাকে যা যা উপদেশ দিয়েছেন, সেটাই অনুসরণ করে যাচ্ছি। আপাতত আমার চিকিৎসা নিউ ইয়র্কে চলছে৷ এরকম পরিস্থিতিতে পরিবার ও বন্ধুরা পাশে থাকায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')