entertaintment
 02 Aug 18, 06:28 AM
 230             0

প্রিয়াঙ্কা নয়, ক্যাটরিনাই হচ্ছেন সালমান খানের "ভারত" সিনেমার নায়িকা।  

প্রিয়াঙ্কা নয়, ক্যাটরিনাই হচ্ছেন সালমান খানের

বিনোদন ডেস্ক: নতুন প্রেমে জড়িয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ইতোমধ্যেই নিজের বাগদানটাও সেরে ফেলেছেন। শোনা যাচ্ছে সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই বলিউড তারকা। আর সে কারণে স্বেচ্ছায় সরে এসেছেন সালমান খানের পরবর্তী ছবি "ভারত" থেকে। আর তাতে বেশ চটেছেন সালমান। তবে প্রিয়াঙ্কার জন্য আটকে নেই ছবির কাজ। চলছে সব প্রস্তুতি। এদিকে বদলে গেছে ছবির নায়িকাও। সালমান খান তার নতুন ছবির নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফকেই বেছে নিয়েছেন।

বলিউড সূত্রের খবর, এরই মধ্যে ক্যাটের সঙ্গে সল্লুর আলোচনা শেষ হয়েছে। ক্যাটরিনাও সম্মতি দিয়েছেন "ভারত" ছবিতে কাজ করবেন। সোমবারে এক টুইটার বার্তায় সালমান "ভারত" ছবির টিমে ক্যাটরিনা কাইফকে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানান। এর আগে এই দুই তারকা "এক থা টাইগার", "টাইগার জিন্দা হ্যায়"র মতো ব্যবসা সফল ছবি উপহার দেয়ায় পরিচালক আলী আব্বাস জাফর এই জুটির ওপরই প্রাধান্য দিয়েছেন। কেউ কেউ বলছেন প্রিয়াঙ্কার সরে দাঁড়ানোটা "ভারত" ছবির জন্য সৌভাগ্যই বয়ে আনলো। আবারও এক হয়েছেন সালমান-ক্যাটরিনা জুটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')