entertaintment
 22 Sep 18, 02:29 PM
 199             0

“ট্রেইলার: দ্য মুভি” সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে ক্রিকেটার বিরাট কোহলির

“ট্রেইলার: দ্য মুভি” সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে ক্রিকেটার বিরাট কোহলির

 

বিনোদন ডেস্কঃ বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নির্ভরযোগ্য এ ব্যাটসম্যানকে ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে দেখা যায়। তবে সিনে পর্দায় কখনো তার পদচারণা দেখা যায়নি। এবার সেখানেও অভিষেক ঘটতে যাচ্ছে কোহলির। এক টুইটবার্তায় সিনে জগতে আগমনের কথা খোদ নিজেই নিশ্চিত করেছেন বিরাট কোহলি। তার সিনেমার নাম “ট্রেইলার: দ্য মুভি”। গতকাল শুক্রবার টুইটারে মুভির একটি পোস্টারের ছবি আপলোড করেছেন তিনি। টুইটবার্তায় ক্যাপশনে ভারতীয় অধিনায়ক কোহলি লেখেন, ১০ বছর পর আরেকটি অভিষেক, তর সইছে না। সঙ্গে জুড়ে দেন সুপারহিরো স্টাইলে পোজ দেয়া নিজের একটি ছবি।


চলতি মাসের ২৮ তারিখ থেকেই মুভির কাজ শুরু হতে পারে। তবে নিজের মুভির ব্র্যান্ড প্রোমোশনে এটা সম্পূর্ণ সিনেমা, না শর্টফিল্ম তা উল্লেখ করেননি কোহলি। সুতরাং, প্রকৃত সত্য জানতে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। গত বছর ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কোহলি। ইতালিতে অনাড়ম্বরপূর্ণভাবে ঘরোয়া পরিবেশে সাতপাকে বাঁধা পড়েন তারা। এখন পর্যন্ত সুখে শান্তিতে একই ছাদের তলায় বসবাস করছেন তারা। ধারণা করা হচ্ছে, প্রিয়তমার কারণেই সিলভার স্ক্রিনের প্রতি ভালোবাসা বেড়েছে ভারতীয় ব্যাটিং মাস্টার বিরাট কোহলির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')