News71.com
 Entertaintment
 14 Oct 18, 05:38 AM
 931           
 0
 14 Oct 18, 05:38 AM

২৩ বছর পর পূজোয় বাজারে আসছে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের নতুন অ্যালবাম

২৩ বছর পর পূজোয় বাজারে আসছে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্কঃ কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে প্রায় দুই যুগ পর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। অ্যালবামটির নাম এবার পূজায় এলাম ফিরে। অ্যালবামটিতে আশার গাওয়া পূজায় আশা গানটি গত ৮ অক্টোবর প্রকাশ পেয়েছে। এই অ্যালবামে প্রখ্যাত সঙ্গীতশিল্পী অমিত কুমারও গান করেছেন। তার গাওয়া গানের নাম সুরে তুমি।

অ্যালবামটির অন্যতম সুরকার শিলাদিত্য চৌধুরী বলেন, আশা জির সঙ্গে কাজ করতে পেরে আমার স্বপ্ন সত্যি হয়েছে। প্রায় ২৩ বছর পর তিনি পূজার অ্যালবামে গান গেয়েছেন। তাকে রাজি করাতে অনেক সমস্যা হয়েছিল, কারণ তিনি পঞ্চম (আর ডি বর্মণ) দাদার মৃত্যুর পর থেকে বাংলা পূজার অ্যালবামে গান করা বন্ধ করে দিয়েছিলেন। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, আর ডি বর্মণ, হেমন্ত, মান্না দে, কিশোর কুমারের পূজার অ্যালবাম এক সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। ১৯৬৩ সালে মুক্তি পাওয়া আমার খাতার পাতায়’ ছিল আশার গাওয়া প্রথম পূজার গান। গানটির সুর করেছিলেন মান্না দে। এর আগে আশা ভোঁসলে প্রয়াত সঙ্গীতজ্ঞ ও তার স্বামী আর ডি বর্মণের সঙ্গে ও এককভাবে মোট ৬৬টি পূজার গানে কণ্ঠ দিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন