entertaintment
 14 Oct 18, 08:25 AM
 183             0

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্কঃ বলিউডের অভিনেত্রীরা বড় বড় তারকাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনছেন একেরপর এক। সম্প্রতি নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তর করা অভিযোগ দিয়ে ওঠে ''মি টু'' ঝড়। এরপর ঋত্বিকের মতো নায়কও অভিযুক্ত হয়েছেন। এবার অমিতাভ বচ্চনের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন তারকা হেয়ার স্টাইলিস্ট স্বপ্না মোতি ভবনানি। টুইটের মাধ্যমে ''বিগ বি''কে হুমকি দিয়েছেন স্বপ্না। পিংক সিনেমায় তিন তরুণীর বিরুদ্ধে ঘটে যাওয়া এক অন্যায়ের প্রতিবাদ করেছিলেন অমিতাভ। সেই প্রসঙ্গ সামনে এনে স্বপ্না লিখেছেন, পিংক ছবির মাধ্যমে আপনি নিজেকে একজন সমাজ সংস্কারক রূপে প্রতিষ্ঠা করেছেন। আপনার সেই ইমেজও নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। খুব দ্রুত সত্যি সামনে আসবে আপনার আসল রূপ।

নানা পাটেকর ও তনুশ্রী দত্তের ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীরব ছিলেন অমিতাভ৷ কেউ কেউ সেই প্রসঙ্গ তুলে কটাক্ষও করছেন তাকে৷ তবে কী তার বিরুদ্ধে আঙুল উঠতে পারে ভেবেই, চুপ ছিলেন অমিতাভ? এই টুইট করে ''মি টু'' কাণ্ডে শামিল হয়েছেন স্বপ্না। তার টুইটটি অমিতাভ বচ্চনকেও ট্যাগ করেছেন স্বপ্না। এরপর থেকে অন্যরকম এক আতঙ্ক তৈরি হয়েছে বলিউড পাড়ায়। সবাই চিন্তিত না জানি শাহেন শাহ এর কোন খারাপ অতিত বেরিয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')