News71.com
 Entertaintment
 17 Nov 18, 12:27 PM
 872           
 0
 17 Nov 18, 12:27 PM

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “মেডেল অব ফ্রিডম” পেলেন সংগীতশিল্পী প্রিসলি  

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “মেডেল অব ফ্রিডম” পেলেন সংগীতশিল্পী প্রিসলি   

বিনোদন ডেস্কঃ কিংবদন্তী সংগীতশিল্পী ও রক এন রোলের রাজা এলভিস প্রিসলি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মেডেল অব ফ্রিডম পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এই সম্মাননা প্রদান করা হলো। হোয়াইট হাউসের পক্ষ থেকে এলভিসকে একজন স্থায়ী আমেরিকান পথিকৃৎ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এলভিসের আগে মার্কিন সংগীত জগতের এলা ফিৎজেরাল্ড, বব ডিলন ও স্টেভি ওয়ান্ডার এই সম্মাননা পেয়েছিলেন। ৮ জানুয়ারি ১৯৩৫ সালে জন্ম নেওয়া এই তারকার মৃত্যু হয় ১৯৭৭ সালের ১৬ আগস্ট। গতকাল শুক্রবার এই সম্মাননা প্রদান করা হয়। সম্মননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, পৃথিবীর সবচেয়ে ভালো দক্ষতা, আবেগ ও মেধা থাকায় যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ। আমরা সত্যিকার অর্থেই মহান জাতি, আমরা খুব ভালো করছি এবং সত্যিকার অর্থেই ভালো আছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন