News71.com
 Entertaintment
 30 Dec 18, 01:11 PM
 865           
 0
 30 Dec 18, 01:11 PM

কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব মৃণাল সেন প্রয়াত॥  

কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব মৃণাল সেন প্রয়াত॥   

বিনোদন ডেস্কঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলা ভাষার প্রভাবশালী নির্মাতা মৃণাল সেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। আজ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তার। বিশ্ব সিনেমার ভাষা বদলে যাদের অবদান তাদের মধ্যে মৃণাল সেনকেও একজন মনে করা হয়। তার হাতে বাংলা ভাষার সিনেমার ভাষা পরিবর্তন যেমন হয়েছে, তেমনি সমকালীন দুই নির্মাতা সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সাথে উচ্চারিত হতো তার নাম। শুধু তাই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলে মৃনাল সেনের সিনেমার ছিলো বেশ নামডাক।


নিজের প্রথম ছবি ছিলো রাতভোর, তবে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে ১৯৫৯ সালে নীল আকাশের নীচে ছবিটি তাকে চারদিকে পরিচিতি এনে দেয়। কলকাতা-৭১, পদাতিক, এক দিন প্রতিদিন, খারিজ, প্রাত্যহিক, চালচিত্র ও ভুবন সোমের মতো বেশকিছু কালজয়ী সিনেমা নির্মাণ করে চলচ্চিত্রের ইতিহাসে দাগ কেটে গেছেন বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেয়া মেধাবী এই নির্মাতা। মৃণাল সেনের শেষ ছবি আমার ভুবন মুক্তি পায় ২০০২ সালে। বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলেগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করে সাড়া ফেলেন মৃণাল। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে মৃণাল সেন পদ্মভূষণ লাভ করেন এবং ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন