entertaintment
 27 Jan 19, 12:14 PM
 49             0

ভক্তদের ভোটে বলিউডের এক নম্বর হিরো নির্বচিত হলেন সালমান খান॥

ভক্তদের ভোটে বলিউডের এক নম্বর হিরো নির্বচিত হলেন সালমান খান॥

বিনোদন ডেস্কঃ গেল বছর তার কাজে সন্তুষ্ট হতে পারেননি ভক্তরা। তাই বলে কেউ ছেড়ে যাননি বা মুখ ফিরিয়ে নেননি। সম্প্রতি এক জরিপের ফলাফল এরই প্রমাণ দেয়। জরিপে ভক্তদের ভোটে এক নম্বরে আছেন বলিউডের ভাইজান সালমান খান। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে সম্প্রতি একটি জরিপ করে। জরিপে পাঠকদের কাছে প্রশ্ন ছিল আপনার মতে ২০১৮-র এক নম্বর হিরো কে? এতে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সালমান খান। অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মত জনপ্রিয় তারকারা এই তালিকায় পিছিয়ে। ফলাফলে দেখা গেছে, ৯ শতাংশেরই রায় গেছে সালমানের দিকে। অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ খান পেয়েছেন ৭ শতাংশ ভোট। তবে জরিপে দেখা যাচ্ছে, রণবীর সিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। ৫ শতাংশ ভোট পেয়ে তিনি অগ্রজদের কাছাকাছি আছেন। ধারণা করা হচ্ছে, রণবীরের ‘সিম্বা' এই জাদুকরী ফল এনে দিয়েছে। গেল বছর ‘রেস ৩’ নামের একটা সিনেমা প্রযোজনা করেছেন সালমান। তিনিই ছিলেন প্রধান অভিনেতা। আর সিনেমাটি ব্যবসা সফল না হলেও তিনি যে ভক্তমনে ভক্তির আসনে আছেন, জরিপটি তার প্রমাণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')