News71.com
 Entertaintment
 10 May 20, 07:25 PM
 663           
 0
 10 May 20, 07:25 PM

বিশেষ দিবসে নয়, মাকে ভালোবেসেছি প্রতিটি মুহূর্ত ॥ দিলারা জামান

বিশেষ দিবসে নয়, মাকে ভালোবেসেছি প্রতিটি মুহূর্ত ॥ দিলারা জামান

বিনোদন ডেস্কঃ বর্ষীয়ান অভিনয় শিল্পী দিলারা জামান। অসংখ্য টিভি নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে সবার কাছেই তিনি মায়ের আসনে, হয়েছেন সবার শ্রদ্ধার পাত্র। তবে বর্তমান সময়ে নাটকে পারিবাকি ড্রামা কম হওয়ায় মায়ের চরিত্র কম হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। আজ রোববার (১০ মে) বিশ্বব্যাপী পালিত হচ্ছে মা দিবস। দিবসটি প্রসঙ্গে দিলারা জামান বলেন, মাকে ভালোবাসার জন্য আলাদা কিংবা বিশেষ দিনের প্রয়োজন নেই। প্রতি মুহূর্ত মাকে ভালোবাসতে হবে। মা যেমন সন্তানকে প্রতিদিন, প্রতি মুহূর্তে ভালোবাসে তেমনি সন্তান মাকে একইভাবে ভালোবাসবে-এটাই কিন্তু স্বাভাবিক।বর্তমান সময়ের চর্চা নিয়ে তিনি বলেন, মায়ের জন্য সন্তান আর সন্তানের জন্য মা এটাই চিরায়িত। বর্তমান সময়ে এসে কিন্তু বিশেষ দিনে ফুল কিনে মাকে শ্রদ্ধা জানাতে দেখি। এটা আসলে এক ধরনের ব্যবসা। ব্যবসায়ীরা দুইটা ফুল বেশি বিক্রি করতে পারেন। এর চেয়ে বেশি কিছু না। আমাদের সময়ে আমরা মা দিবস পালন করিনি। তবে মাকে আমরা ভালোবেসেছি প্রতিটি মুহূর্ত।শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন দিলারা জামান। তিনি প্রথম অভিনয় করেন ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকে। তার প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। ১৯৯৩ সালে তিনি মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’য় অভিনয় করেন। ১৯৯৪ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’তে তিনি অভিনয় করেন। তিনি ২০০৮ সালে মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন