News71.com
 Entertaintment
 09 Jul 20, 10:11 AM
 645           
 0
 09 Jul 20, 10:11 AM

ভাঙা হচ্ছে বিএফডিসি॥ তৈরী হবে পরিকল্পিত বানিজ্যিক ভবন

ভাঙা হচ্ছে বিএফডিসি॥ তৈরী হবে পরিকল্পিত বানিজ্যিক ভবন

বিনোদন ডেস্কঃ পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে রাজধানীতে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) একাংশের ভাঙার কাজ। সেখানে নির্মাণ করা হবে বহুতল বাণিজ্যিক ভবন। গেল ৫ জুলাই থেকে এফডিসির একাংশ ভাঙার কাজ শুরু হয়েছে। বিএফডিসির তিন ও চার নম্বর শুটিং ফ্লোর পাশাপাশি থাকায় এ দুটি ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে। এ দুটি ফ্লোর ভেঙে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। বহুতল এই ভবনে থাকবে শপিংমল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স। এটি হবে বিএফডিসির মূল কার্যালয়।এ বিষয়ে বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানান, এফডিসির এই দুটি ফ্লোর ভেঙে নতুন করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। নতুন এই বহুতল ভবনে দুটি শুটিং ফ্লোর থাকবে। এতে চলচ্চিত্রের শুটিং করতে পারবে। এতে করে চলচ্চিত্র নির্মাণ বা শুটিং করতে কোনোরকম সংকট তৈরি হবে না।তিনি বলেন, বিএফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের অফিস, ল্যাব ও অন্যান্য শুটিং ফ্লোর আগের মতোই থাকবে।বিএফডিসি কর্তৃপক্ষ জানায়, পুরনো দুটি ফ্লোর ভাঙার ফলে নতুন সংকট তৈরি হবে না। কারণ, নির্মাণাধীন ভবনেও দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন