News71.com
 Entertaintment
 20 Jul 20, 10:02 PM
 633           
 0
 20 Jul 20, 10:02 PM

বয়কটের বিষয়ে কিছুই জানেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান॥

বয়কটের বিষয়ে কিছুই জানেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান॥

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। গত ১৫ জুলাই বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের বিষয় কিছুই জানেন না বলে জানান জায়েদ খান। তিনি বলেন, ‘আমাকে বিপদে ফেলতে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। মিথ্যা মামলার পাঁয়তারা করছেন অনেকে। আমি কী এমন করেছি, যে কারণে আমাকে হেয় করা হচ্ছে। এখানে অন্য কাউকে নয়, আমাদের দুজনকে (মিশা–জায়েদ) ছোট করা হচ্ছে। কেউ শিল্পীকে এভাবে বয়কট করতে পারেন না।’জায়েদ খান মনে করেন যারা এমন করছেন চলচ্চিত্র অঙ্গনকে তারা একটি সার্কাসে পরিণত করছেন। তিন বলেন, রাত নেই, দিন নেই আমি শিল্পী সমিতির সবার স্বার্থে কাজ করে যাচ্ছি। আমি সব সময় নিজেকে সৎ রাখার চেষ্টা করেছি। নিজেকে আমি নেতা ভাবি না, আমি সেবক ভাবি। আর আমি শিল্পীদের স্বার্থের জন্যই কাজ করে করেছি, করে যাচ্ছি। শিল্পী সমিতিতে না আসলে আমার আরও দুই চারটি ছবি আসতো। কিন্তু শিল্পীদের পাশে থেকে কাজ করতে গিয়ে ছবিতেও কাজ করা হয়নি। তারপরও আমাকে বিপদে ফেলা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন