Entertaintment
 27 Jul 20, 09:26 PM
 29             0

বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চন করোনামুক্ত॥

বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চন করোনামুক্ত॥

বিনোদন ডেস্কঃ করোনামুক্ত হলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চন। আজ সোমবার অভিষেক বচ্চন এক টুইট বার্তায় ভক্তদের তাদের করোনামুক্ত হওয়ার খবর দেন। গত ১৭ জুলাই বচ্চন পরিবারের পুত্রবধূ  ঐশ্বরিয়া এবং নাতনি আরাধ্যা করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এক প্রতিবেদন বলছে, এর আগে গত ১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হন। বলিউডের শাহেনশাহ নিজেই করোনা সংক্রমিত হওয়ার খবর টুইট বার্তায় জানান। তারপরেই অভিষেক বচ্চনও জানান তার শরীরেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস। রাতে তাকেও নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় । এরপর আরাধ্যা ও ঐশ্বরিয়ার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। যদিও তারপরেও হোম আইসোলেশনে ছিলেন অভিষেক ঘরণী এবং মেয়ে আরাধ্যা।  কিন্তু দু'জনের শরীরে মৃদু উপসর্গই দেখা দিতেই ১৭ জুলাই তাদের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')