News71.com
 Entertaintment
 08 Apr 21, 10:21 PM
 406           
 0
 08 Apr 21, 10:21 PM

তথ্যচিত্র নির্মাণে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি তরুণী॥

তথ্যচিত্র নির্মাণে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি তরুণী॥

বিনোদন ডেস্কঃ ইতিহাস ও ঐতিহ্যের ওপর স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা কুড়ালো বাংলাদেশের এক তরুণী। ওআইসি ইয়ুথ ফোরাম আয়োজিত ‘হ্যারিটেজ মিনিটস শর্ট ভিডিও কনটেস্ট’-এ ৫৭টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে শারমিন চৌধুরী নির্মিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র 'ডিয়ার মুজিজা'। নির্মাতা শারমিন চৌধুরী জানান, বিশ্বের ৫৭টি দেশ থেকে ভিডিও জমা পড়ে। তার মধ্যে সেরা ৫-এ থাকার গৌরব অর্জন করেছে বাংলাদেশের দুটি ভিডিও। শারমিন চৌধুরী বলেন, ইতিহাস ও ঐতিহ্য আমাদের আগামীর পথ চলার পাথেয়। আগামী প্রজন্মের সঙ্গে পূর্বপুরুষদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে সুলতানি আমলের অনন্য স্থাপত্যশৈলী বাগেরহাট ষাটগম্বুজ মসজিদের ওপর তথ্যচিত্রটি নির্মাণ করা হয়। আমার ৬ মাসের মেয়েকে তথ্যচিত্রে কেন্দ্রীয়ভাবে উপস্থাপন করায় এর নাম দেয়া হয় ‘ডিয়ার মুজিজা’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন