News71.com
 Entertaintment
 21 Aug 21, 06:36 PM
 435           
 0
 21 Aug 21, 06:36 PM

নায়করাজ ছিলেন মাথার ওপরে সুবিশাল আকাশ॥ শাকিব খান

নায়করাজ ছিলেন মাথার ওপরে সুবিশাল আকাশ॥ শাকিব খান

বিনোদন ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের আলোর দিশারী নায়ক রাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী শনিবার (২১ আগস্ট)। ২০১৭ সালের আজকের এ দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়করাজকে স্মরণ করতে শুরু করেছেন সাধারণ ভক্ত অনুরাগী থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরাও। এদিন বাদ আসর বিএফডিসিতে অবস্থিত চলচ্চিত্র শিল্পী সমিতিতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নায়ক রাজের রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও। নায়ক রাজ্জাককে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসও দিয়েছেন তিনি ।

শাকিব খান লেখেন, ‘দেশের চলচ্চিত্র শিল্পের কয়েক প্রজন্মের কাছে তিনি আইকনিক অধ্যায়। একটা সময় আমাদের দেশে ভিনদেশী সিনেমার প্রভাব ছিল। তখন তার আবির্ভাব হয়। তিনি নায়ক রাজ রাজ্জাক। তিনি তার অভিনয় দিয়ে দর্শকদের বাংলা সিনেমামুখী করেছিলেন। নিজেই তৈরি করেছিলেন এক স্বতন্ত্র অবস্থান।’ এই অভিনেতা লেখেন, ‘অভিনয় দক্ষতায় সব ধরণের মানুষের কাছে নায়কদের শিরোমনি হয়ে উঠেছিলেন নায়করাজ রাজ্জাক। তাই কোটি বাঙালির হৃদয়ে আজও তিনি বেঁচে আছেন। যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন