News71.com
 Entertaintment
 13 Dec 21, 07:04 PM
 344           
 0
 13 Dec 21, 07:04 PM

এবারের মিস ইউনিভার্স হলেন ভারতীয় সুন্দরী সান্ধু॥

এবারের মিস ইউনিভার্স হলেন ভারতীয় সুন্দরী সান্ধু॥

বিনোদন ডেস্কঃ দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স হলেন এক ভারতীয়৷ চণ্ডীগড়ের বাসিন্দা হারনাজ সান্ধু দেশকে এনে দিলেন মিস ইউনিভার্স ২০২১-এর খেতাব। সুস্মিতা সেন ও লারা দত্তের পর এবার মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ভারতের আরেক প্রতিযোগী হারনাজ সান্ধু। রোববার তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। রানার আপ হয়েছেন মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরেইরা।

দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস সাউথ আফ্রিকা লায়েলা সোয়ানি। ২০২০ সালের মিস ইউনিভার্স আন্দ্রেয়া মেজা ২১ বছর বয়সী হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন। এ বছর মিস ইউভার্সের ৭০তম আসর বসেছিল ইসরায়েলে। চূড়ান্ত পর্বে এক প্রশ্নের জবাবে মডেল হারনাজ জানান, ‘নারীদের নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। অন্যের সঙ্গে তুলনা বন্ধ করে নিজের ওপর আস্থা রাখা উচিত। প্রত্যেকটা মানুষই আলাদা এবং সেই তার জীবনের নিয়ন্ত্রক। নিজস্ব স্বাতন্ত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত।’ পিপল সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, অবসরে ইয়োগা, নাচ, রান্না ও দাবা খেলতে ভালোবাসেন হারনাজ। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে আদর্শ মানেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন