News71.com
 Entertaintment
 16 Jun 22, 07:34 PM
 821           
 0
 16 Jun 22, 07:34 PM

বক্স অফিসে সংঘর্ষে জড়াবে অক্ষয়-আমিরের সিনেমা।।

বক্স অফিসে সংঘর্ষে জড়াবে অক্ষয়-আমিরের সিনেমা।।

বিনোদন ডেস্কঃ অক্ষয় কুমার বলিউডের সবচেয়ে প্রিয় অভিনেতাদের একজন। প্রতিবছর একাধিক সিনেমা মুক্তির ক্ষেত্রে তার জুড়ি নেই। ব্যাক-টু-ব্যাক সিনেমার ঘোষণা দিয়ে প্রায়ই চমকে দেন ভক্তদের। এ বছরও ব্যতিক্রম নয়। ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর পর এবার তাকে দেখা যাবে আনন্দ এল রাইয়ের ‘রক্ষা বন্ধন’ সিনেমায়।

বৃহস্পতিবার সকালে ঘোষণা হয় সিনেমাটির মুক্তির তারিখ। তখন অক্ষয় সোশ্যাল মিডিয়ায় গিয়ে 'রক্ষা বন্ধন'-এর মুক্তির তারিখ ঘোষণা করে একটি ছোট ভিডিও শেয়ার করেন। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। 'রক্ষা বন্ধন' একটি কমেডি-ড্রামা ফিল্ম, এতে আরও অভিনয় করেছেন ভূমি পেডনেকার। ভাই-বোনের বন্ধনের অসাধারণ গল্প নিয়ে তৈরি সিনেমাটির চিত্রনাট্য। এর আগে এই অক্ষয়-ভূমিকে দেখা গেছে 'টয়লেট: এক প্রেম কথা' সিনেমায়। সেই সিনেমাটিও মুক্তি পেয়েছিল ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহেই। একই দিন আমির খান ও কারিনা কাপুর খানের বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'ও মুক্তি পাবে। বলা যায় মুখোমুখি দাঁড়িয়ে অক্ষয়-আমির। এর আগে এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন